প্রখ্যাত সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্যের মিডিয়া সংস্কার কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কমিশন গঠনে সম্মতি দিয়েছেন। এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষা।
স্বাস্থ্যখাত সংস্কারে গঠিত কমিশনের প্রধান প্রফেসর এ কে আজাদ খান। সৈয়দ সুলতানউদ্দিন আহমেদকে প্রধান করে গঠন করা হয়েছে ১০ সদস্যবিশিষ্ট লেবার রিফর্ম কমিশন। নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক। স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে প্রফেসর তোফায়েল আহমেদকে।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন।
এর আগে অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করেছিলো। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। এই ছয় কমিশন ইতোমধ্যেই পুরোদমে কাজ শুরু করেছে।
বায়ান্ন/এসবি