ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

প্রথম নাটকেই সাড়া ফেলেছেন মালাইকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ ০১:৩১:০০ অপরাহ্ন | বিনোদন

বিজ্ঞাপনের পর অভিনয়েও অভিষেক ঘটেছে মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর। দুই দিন আগেই ইউটিউবে উন্মুক্ত হয়েছে তার প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’।

মুক্তির পর দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়াচ্ছে নাটকটি। সেই সঙ্গে প্রশংসিত হচ্ছেন মালাইকাও। তার অভিনয় নিয়ে ইউটিউবে মন্তব্যের ঘরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ইতিবাচক আলোচনা। 

শুধু তাই নয়, মাত্র দুই দিনেই নাটকটি দেখেছে ৩২ লাখেরও বেশি দর্শক। লাইক পড়েছে ৮৪ হাজারেরও বেশি এবং মন্তব্য ৯ হাজারেরও বেশি।

ইউটিউবে মন্তব্যের ঘরে একজন লিখেন, ‘প্রথম নাটক হিসেবে খুব সুন্দর অভিনয় করেছো ছোট মেহজাবীন।’ আরেকজন লিখেন, ‘শুরুতেই এত ভালো অভিনয়! বেস্ট অব লাক’।

আরেকজন মন্তব্য করেন, ‘নাটকটি দেখার পর মালাইকা আপুর ফ্যান হয়ে গেলাম। অসাধারণ লেগেছে।’

মেহজাবীন চৌধুরীর গল্প ভাবনায় ‘সন্ধিক্ষণ’ নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে মালাইকার সঙ্গে জুটি হিসেবে দেখা গেছে ফারহান আহমেদ জোভানকে। এখানে মালাইকাকে দেখা গেছে ইরা চরিত্রে এবং তার গৃহশিক্ষক রিফাতের চরিত্রে জোভান। 

‘সন্ধিক্ষণ’ নাটকে আরও অভিনয় করেছেন সাদ সালমি নাওভি, ডিকন নূর, মিলি বাশার, সোহাগ আলম, জিএম মাসুদ, জাফনা সুবাইতা, সোহাগ তালুকদার প্রমুখ।

বায়ান্ন/একে