ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

সংশ্লিষ্টদের আশ্বাসে বিক্ষোভ স্থগিত চাকরিচ্যুত সেনা সদস্যদের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৩:০০ অপরাহ্ন | জাতীয়

সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাসে আজকের মতো বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন রাজধানীর জাহাঙ্গীর গেট মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত সেনা সদস্যরা।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বিক্ষোভকারীদের ছয়জন প্রতিনিধি দলের সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তাদের আলোচনার পর এই সিদ্ধান্ত আসে।

এ সময় আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তাদের দাবি-দাওয়া পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। আশ্বাস পেয়ে বিক্ষোভ কর্মসূচি আজকের মতো স্থগিত করেন আন্দোলনকারীরা। পরে জাহাঙ্গীর গেট মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল থেকে চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে জাহাঙ্গীর গেট মোড়ে অবস্থান নেন সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে তারা বৈষম্য ও অনিয়মের শিকার হয়ে চাকরি হারিয়েছেন।

চাকরি ফেরত, পেনশনের সুবিধা ও সামরিক আইন সংস্কারের দাবি জানান এসব সাবেক সেনা কর্মকর্তারা।

বায়ান্ন/এমএমএল/পিএইচ