ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

রায়পুরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এম আর সুমন, রায়পুর | প্রকাশের সময় : বুধবার ১ জানুয়ারী ২০২৫ ১১:৩৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার বিকালে ১০নং রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে নিম্ন আয়ের প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। ১০ নং রায়পুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা ইব্রাহিম খলিলের সহযোগিতা কম্বল বিতরণ করা হয়।

অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহবায়ক নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া,  সিনিয়র যুগ্ন আহবায়ক সালেহ আহমেদ, পৌর বিএনপির আহবায়ক এবিএম জিলানী, সদস্য সচিব শফিকুল আলম আলমাস, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, বিএনপি নেতা ভিপি নজরুল ইসলাম লিটনসহ বিএনপি'র বিভিন্ন নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতারা বলেন, "আমাদের এ কার্যক্রম মানবিক সহায়তার অংশ। দেশের যে কোনো সংকটে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি।"

শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

 

বায়ান্ন/প্রতিনিধি/ এসএ