সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে , গত ৬ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।
এর আগে, গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজকে প্রধান করে ৯ সদস্যের একটি সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়।
এই কমিশন গঠনের সময় সংবিধান সংস্কারে একটি খসড়া ডিসেম্বরের মধ্যেই অন্তর্র্বতী সরকারের কাছে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের খসড়া জমা দিতে না পারায় এই কমিশনকে নতুন করে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বায়ান্ন/এমএমএল /পিএইচ