উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ শেষে রোববার রাত দশটায় এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করছি খুব শিগগরিই সুস্থ হয়ে আমাদের নেত্রী দেশে ফিরে আসবেন।
প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়া তাদের একসাথে কাজ করতে বলেছেন, গণতন্ত্রের জন্য কাজ করতে বলেছেন।