মায়ের পথ অনুসরণ করে সংগীতের জগতে নিজের জায়গা তৈরি করছেন কণ্ঠশিল্পী ন্যান্সির মেয়ে রোদেলা। সংগীত জগতে রোদেলার অভিষেক ঘটে তখনই, যখন তিনি মাত্র ষষ্ঠ শ্রেণিতে পড়েন। এরপর থেকে সংগীতের প্রতি তাঁর একাগ্রতা আর প্রতিভার পরিচয় দিতে দেরি হয়নি। ইতোমধ্যেই জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে ‘হোক বদনাম’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন।
নতুন বছরের শুরুতেই শ্রোতাদের উপহার হিসেবে রোদেলা নিয়ে এসেছেন তাঁর নতুন গান ‘রাজকুমার’। গানটি প্রকাশিত হয়েছে শব্দ কারিগরের ইউটিউব চ্যানেলে। রাজু চৌধুরীর কথায়, এহসান রাহীর সুরে এবং সেতু চৌধুরীর সংগীত পরিচালনায় ‘রাজকুমার’ ইতিমধ্যেই সংগীতপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
গানটি নিয়ে রোদেলার অভিব্যক্তি ছিল উচ্ছ্বাসে ভরা। তিনি বলেন, ‘নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত। নতুন বছর আর নতুন গান—দুটো মিলিয়ে এই অনুভূতি বিশেষ। তবে আমার আসল আনন্দ হবে তখনই, যখন শ্রোতারা গানটি ভালোভাবে গ্রহণ করবেন।’
গানটির মেলোডি আর কথার মধ্যে পাওয়া যায় এক ধরণের মিষ্টি প্রেমের ছোঁয়া, যা তরুণ-তরুণীদের আবেগকে ছুঁয়ে যাবে। রোদেলার সুরেলা কণ্ঠে এই গান নতুন এক মাত্রা যোগ করেছে।
রোদেলা তাঁর সংগীত ক্যারিয়ার নিয়ে আত্মবিশ্বাসী এবং সংগীতপ্রেমীদের জন্য আরো নতুন কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। ‘রাজকুমার’ যেন রোদেলার সংগীতজীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। এখন দেখার বিষয়, শ্রোতারা কেমনভাবে গ্রহণ করেন এই নতুন সুরেলা রাজকুমারকে।
বায়ান্ন/এসএ