রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে বুধবার সকাল থেকে বুরো বাংলাদেশ কর্তৃক গবাদি পশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শীতকালীন তীব্র ঠান্ডার কারণে গবাদি পশুর নানা ধরনের রোগবালাইয়ের ঝুঁকি বাড়ে, তাই এই ভ্যাকসিন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা: জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিন, ৬০০টি হাঁস-মুরগি, ১২০টি গরু ও ১০০টি ছাগলকে ভ্যাকসিন প্রদান করা হয়।
বুরো বাংলাদেশ রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবু সাঈদ সিকদার জানান, শীতকালে গরু, ছাগল, হাঁস ও মুরগির বেশ কিছু রোগ, যেমন গরুর ল্যাম্পিং স্কিন ডিজিজ, ছাগলের গটফক্স, হাঁসের ডাক প্লেগ এবং মুরগির রানীক্ষেত খুব সাধারণ হয়ে ওঠে। এসব রোগে প্রতিবছর অনেক পশু মারা যায়।
বুরো বাংলাদেশ এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের সচেতন করতে চায় এবং গবাদি পশুকে রোগবালাই থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই গণভ্যাকসিন প্রদান করছে।
বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মসূচি সংগঠক মো. আব্দুর রহমান বলেন, এই অঞ্চলে শীতকালীন রোগবালাইয়ের প্রকোপ অনেক বেশি, তাই আমাদের উদ্যোগের মাধ্যমে কৃষকরা তাদের গবাদি পশুকে সুরক্ষিত রাখতে পারবে।
উপস্থিত সুবিধাভোগী কৃষকরা জানিয়েছেন, শীত আসলেই গবাদি পশুদের নিয়ে তাদের দুশ্চিন্তা বেড়ে যায়, কারণ এই সময় নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে অনেক পশু মারা যায়। তারা জানান, বুরো বাংলাদেশের মতো প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়ালে তারা স্বাস্থ্যবান পশু পালন করতে সক্ষম হবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
এই কার্যক্রমটি কৃষির উৎপাদন বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অর্থ সহায়তাকরণ প্রকল্প (এসএমএপি) আওতায় বাস্তবায়িত হচ্ছে।