ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

চাঁদপুরে রেড ক্রিসেন্টের তিনদিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০৭:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্টের বেসিক ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ বুধবার (৮ জানুয়ারি) চাঁদপুর রোটারি ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া হয়।

1-1216

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার ফাহাদ আল নূর সাজিদ, সিনিয়র আরসিওয়াই ফোরামের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, নির্বাহী সদস্য মো. সোহেল স্বপন, সিনিয়র আরসিওয়াই অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি, সিনিয়র আরসিওয়াই ফখরুদ্দিন আহমেদ রিয়াজ, সিনিয়র আরসিওয়াই রিয়াজুর রহমান রানা এবং ইয়ুথ চিফ নজরুল ইসলাম বাবুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, "প্রাথমিক চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যা শুধুমাত্র দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির জীবন রক্ষায় নয়, বরং একটি সচেতন সমাজ গঠনে সহায়ক। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের পাশাপাশি অন্যদের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।"

তিনদিনব্যাপী কর্মশালায় ২৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন অভিজ্ঞ প্রশিক্ষকরা, যারা অংশগ্রহণকারীদের রক্তক্ষরণ বন্ধ, পোড়া বা আঘাতের প্রাথমিক চিকিৎসা, এবং হৃদরোগের ক্ষেত্রে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

2-3236

কর্মশালার প্রশিক্ষণার্থী ও অতিথিরা প্রশিক্ষণের মান ও এর ব্যবহারিক গুরুত্বের প্রশংসা করেন। অংশগ্রহণকারীদের মতে, এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা শিখিয়েছে।

অনুষ্ঠানের শেষাংশে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট ভবিষ্যতে আরও প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করেছে, যা সমাজে সচেতনতা ও মানবসেবার মান আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ