ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

বেনাপোলে দুটি হাইমাস লাইটপোস্ট স্থাপন

মনির হোসেন, বেনাপোল | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০২:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভা আওতাধীন বেনাপোল বাজার এবং চেকপোস্ট এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি হাইমাস লাইটপোস্ট স্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল পৌরসভার অর্থায়নে এই লাইটপোস্ট দুটি উদ্বোধন করা হয়। 

লাইটপোস্টগুলোর নির্মাণে ব্যয় হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার টাকা। প্রতিটি ৬০ ফুট উচ্চতার লাইটপোস্টে ৩০০ ওয়াটের ৬টি করে মোট ১২টি এলইডি বাল্ব স্থাপন করা হয়েছে। 

বেনাপোল পৌর প্রশাসক এবং শার্শা থানা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং আলোর স্বল্পতা দূরীকরণে শহরের দুই প্রান্তে এই লাইটপোস্ট দুটি স্থাপন করা হয়েছে। প্রতিটি লাইটপোস্ট ৩০০ মিটার এলাকা আলোকিত করবে। এছাড়া, মোবাইলের মাধ্যমে রিমোট কন্ট্রোলের সাহায্যে সন্ধ্যায় চালু করে ভোরে বন্ধ করা হবে, যা পৌরসভার তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এবং বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মফিজুর রহমানসহ ভারপ্রাপ্ত কাউন্সিলরগণ।

বায়ান্ন/প্রতিনিধি/একে