ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫ ১২:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

সাতক্ষীরায় ঘেরের বাঁধে সবজির চাষ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত আবু হাসান (২০) সাতক্ষীরা সদরের পায়রাডাঙ্গা গ্রামের ফারুক সরদারের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বর আল আমিন বলেন, আবু হাসান পায়রাডাঙ্গা গ্রামের বিলে মাছের ঘেরের বেড়িবাঁধে সবজির চাষ করেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘেরের বেড়িবাঁধের উপর কাজ করার সময় অসাবধানতাবশত বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন আবু হাসান। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

বায়ান্ন/এসএ