ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

চিকিৎসা শেষে বেগম জিয়ার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই: ব্যারিস্টার কায়সার কামাল

আহমেদ শাহেদ | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫ ১২:৩৩:০০ অপরাহ্ন | জাতীয়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন বিএনপি’র আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, "খালেদা জিয়া যেসব মামলায় জড়িত ছিলেন, সেগুলোর সবগুলোতেই তিনি খালাস পেয়েছেন অথবা জামিনে আছেন। চিকিৎসা শেষে তার দেশে ফিরে আসার বিষয়ে আইনগত কোনো সমস্যা থাকবে না।"

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, "তারেক রহমান সাহেবের মামলাগুলো আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবিলা করছি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশে ফেরার বিষয়ে যথাসময়ে সঠিক পদক্ষেপ নেবেন।"

আজ মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন তিনি। এই বিশেষ ফ্লাইটটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সহযোগিতায় সরবরাহ করা হয়েছে।

এই সফরে তার সঙ্গে ছয়জন চিকিৎসক, নার্স, ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৫ জন রয়েছেন।

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। দীর্ঘ সাত বছর পর মা-ছেলের এ পুনর্মিলন তাদের পরিবারের জন্য আবেগঘন এক মুহূর্ত তৈরি করবে।

বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডনের একটি বিশেষায়িত ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে তার উন্নত চিকিৎসার যাবতীয় ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্যে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সফরকে ঘিরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা।

বিএনপি নেতা-কর্মীদের আশা, উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে খুব দ্রুত দেশে ফিরবেন খালেদা জিয়া এবং দলের নেতৃত্বে নতুন উদ্যমে যুক্ত হবেন।