ঢাকা, মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

কুলাউড়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ৫ জানুয়ারী ২০২৫ ০৪:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

মৌলভীবাজারের কুলাউড়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম  বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো. অহেদুল আকবর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিএসআইআরের সাইন্টিফিক অফিসার নাতাশা নাফিসা হক। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিসিএসআইআরের সিনিয়র সাইন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুক প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি স্টল অংশগ্রহণ করেছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ