নওগাঁয় শহীদ ওয়াসিম আকরাম ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা ছাত্রদল এই খেলার আয়োজন করে।
রোববার (৫ ডিসেম্বর)দুপুরে নওগাঁ সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলায় অংশ নেয় নওগাঁ পৌর ছাত্রদল বনাম রানীনগর উপজেলা ছাত্রদল। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রো হয়। পরে ট্রাইবেকারে রানীনগর উপজেলা ছাত্রদলকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় পৌর ছাত্রদল।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হক।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল মুরছালিন।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ