ঢাকা, রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

সকালে ঘন কুয়াশা, দিনের তাপমাত্রা বাড়ার আভাস রাজধানীতে

সাদেক আলী | প্রকাশের সময় : শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫ ১১:১৩:০০ পূর্বাহ্ন | জাতীয়

আজও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী ঢাকা। কুয়াশার ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বেড়ে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এতে আরো বলা হয়েছে, সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। 

 

বায়ান্ন/এসএ