ঢাকা, মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

রূপগঞ্জে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, হামলাকারীর বাড়িতে আগুন

সাইদুর রহমান,রূপগঞ্জ | প্রকাশের সময় : রবিবার ৫ জানুয়ারী ২০২৫ ১২:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আবু হানিফ নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই যুবদল কর্মীর লোকজন হামলাকারীর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত যুবদল কর্মী আবু হানিফ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে। 

স্থানীয় এলাকাবাসী ও আহত আবু হানিফ অভিযোগ করে জানান, পাড়াগাও  এলাকার লিয়াকত আলীর ছেলে শাহিন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল। প্রায় সময় এসব মাদক ব্যবসা না করার জন্য বলতেন আবু হানিফ। 

এর জের ধরেই শাহিন মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শনিবার সন্ধ্যায় পাড়াগাঁও এলাকায় আবু হানিফকে আটক করে কুপিয়ে জখম করেন। এ সময় আহত আবু হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ক্ষিপ্ত হয়ে আবু হানিফের লোকজন লাঠিসোঁটা নিয়ে শাহিন মিয়ার বাড়িতে হামলা চালায় এবং বসত করে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনের লেলিন শিখা বেড়ে উঠতে থাকে। এছাড়া পাশের মসজিদে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় কাঞ্চন ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলি বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।