ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৯ জনকে আর্থিক সহায়তা প্রদান

জহিরুল ইসলাম শিবলু , লক্ষ্মীপুর | প্রকাশের সময় : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ ০৭:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৯ জনকে ১৪ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সংস্থা কারিতাস এ আয়োজন করে। লক্ষ্মীপুর ছাড়াও রাঙ্গামাটি ও কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

কারিতাসের প্রকল্প সমন্বয়কারী হুমায়ূন কবির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, কারিতাসের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আজাদ হোসেন ও মাঠ সমন্বয়কারী বিপ্লব কর প্রমুখ।

কারিতাস সূত্র জানায়, দেশের তিন জেলায় সাম্প্রতিককালের বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থদের চিহ্নিত করে তাদেরকে আর্থিক সহায়তা দিতে সংস্থাটি একটি প্রকল্প গ্রহণ করে। এর অংশ হিসেবে ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস) এর আর্থিক সহায়তায় লক্ষ্মীপুর পৌর এলাকার ২৩৯ জনকে ১৪ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা দেওয়া হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপকারভোগীদের কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। একই প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা, চর বাদাম ইউনিয়নের ৫৪১ জন ক্ষতিগ্রস্তকেও মানবিক সহায়তা দিয়েছে সংস্থাটি। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ