চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাবেক যুব প্রধান ও সিনিয়র সদস্যসহ ফোরামের নেতৃবৃন্দ ও ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় ঢাকা থেকে আগত সিনিয়র আরসিওয়াই ফোরামের ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান মনির ও সোহেল স্বপন উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় অংশ নেন সিনিয়র আরসিওয়াই আলেয়া বেগম লাকি, আখতারুজ্জামান খোকা, ফখরুদ্দিন আহমেদ রিয়াজ, আবু সাঈদ কাউসার, রিয়াজুর রহমান রানা, নোয়েল বর্মনসহ আরও অনেকে। তাদের উপস্থিতি সভাকে আরও কার্যকর ও অর্থবহ করে তোলে।
সভায় ইউনিটের সহকারী পরিচালক ফাহাদ আল নুর সাজিদ এবং যুব প্রধান বাবু পাঠানও উপস্থিত ছিলেন। তাদের যৌথ উদ্যোগে ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভার আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার উপায়। সিনিয়র নেতৃবৃন্দ ইউনিটের উন্নয়নে তাদের পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরণের সভা আরও কার্যকরভাবে আয়োজনের তাগিদ দেন।
সভার শেষে সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের এমন কার্যক্রম স্থানীয় পর্যায়ে মানবিক সেবার ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
বায়ান্ন/এসবি