ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

অসুস্থ ছাগলের চলাচলের বাহন বানালেন ভাই-বোন

মিজান লিটন, চাঁদপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫ ০৬:৫১:০০ অপরাহ্ন | দেশের খবর

তিন মাস পূর্বে সড়ক দুর্ঘটনা দুটি পা ভেঙে যায় ছাগলটির। তখন থেকে সে চলাচলের অনুপযোগী হয়ে যায় কিন্তু তার মনোবল প্রখর থাকায় সে তার ভাঙ্গা পা নিয়ে লেছরিয়ে অন্য ছাগলের মত চলাচল করতে চেষ্টা করতো। তা দেখেই তার মালিক শান্তার মনে ইচ্ছে যাগে তাকে কিভাবে হাঁটানো যায়।

যেমন ভাবা তেমন কাজ, পরবর্তীতে বহু চিন্তা ভাবনার পর এই ছাগলটির জন্য একটি হুইল চেয়ারের মতো একটি গাড়ী বানিয়ে দেয়। যা দিয়ে সেই ছাগলটি সুন্দর মতো অন্য পশুর মতো হাটা চলা করতে পারে। যা দেখে তার মালিক শান্তা ও কামাল পাশা দু' ভাই-বোন দারুন খুশি।

বিষয়টি নিয়ে এলাকায় দারুন সারা পরে যায়। পশুটি দেখতে প্রতিদিন তাদের বাড়ীতে বহু লোকজন ভিড় জমায়। ঘটনাটি চাঁদপুর শহরের পুরান বাজার ৩ নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামদী এলাকায়। 

সরেজমিনে মঙ্গলবার (৭ জানুয়ারি) তাদের বাড়ীতে গিয়ে দেখা যায়, ছাগলটির মালিক আঃ লতিফ বেপারী বাড়ীর মৃতঃআবুল খায়েরের পুত্র কামাল পাসা, শান্তা এই দুই ভাই-বোনই ছাগলটি লালোন পালন করেন।

তারা জানান, বিগত তিন মাস পূর্বে একটি ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় ছাগলটির পেছনের পা দুটো ভেঙে যায়। তার পর থেকেই তাকে বহু সেবা জন্তের পর সে অন্যান্ন পশুর মতো প্রতিনিয়ত পা দুটো টেনে টেনে চলাচল করে। তখন আমাদের খুব খারাপ লাগে। তখন থেকেই চিন্তা ভাবনা মাথায় আসে বিকল্প কি করা যায়। তাই এলাকার একজনের সহযোগিতায় এই হুইল চেয়ারের মতো গাড়ীটি তৈরী করি। এখন সে স্বাভাবিক ভাবে অন্যান্য ছাগলের মতো চলাচল করতে পারে। এটা দেখে আমরা ভীষন খুশি।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ