ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১
অসদাচরণের অভিযোগ

সওজের চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

বায়ান্ন ডেস্ক | প্রকাশের সময় : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ ১২:০১:০০ অপরাহ্ন | জাতীয়

অসদাচরণের অভিযোগে  সওজের (সড়ক ও জনপথ)  চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী  মোহাম্মদ শাহ আরেফীনকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব মো. এহছানুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ শাহ আরেফীন (পরিচিতি নং-৬০২২২৪), বিসিএস (সড়ক ও জনপথ) (সিভিল), নির্বাহী প্রকৌশলী (সওজ), চট্টগ্রাম জোনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়,  যেহেতু সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে, সেহেতু, উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী মোহাম্মদ শাহ আরেফীন (পরিচিতি নং-৬০২২২৪), বিসিএস (সড়ক ও জনপথ) (সিভিল), নির্বাহী প্রকৌশলী (সওজ), চট্টগ্রাম জোনকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বায়ান্ন/পিএইচ