চাঁদপুর রেড ক্রিসেন্ট কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্টের বেসিক ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) চাঁদপুর রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের জন্য ছিলো প্রাথমিক চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ। প্রশিক্ষকরা দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে রক্তক্ষরণ বন্ধ, পোড়া ও আঘাতের প্রাথমিক চিকিৎসা, এবং হৃদরোগের ক্ষেত্রে তাৎক্ষণিক করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেন।
অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী পরিস্থিতি মোকাবিলায় কৌশল শিখতে পেরে নিজেদেরকে আরও আত্মবিশ্বাসী বলে উল্লেখ করেন। কর্মশালার আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্যই নয়, বরং সমাজে জীবন রক্ষাকারী হিসেবে ভূমিকা রাখার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) কর্মশালার তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।
বায়ান্ন/পিএইচ