ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

চাঁদপুরে রেড ক্রিসেন্টের বেসিক ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মশালা শুরু

পারভেজ হাসান | প্রকাশের সময় : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ ০৭:৩১:০০ অপরাহ্ন | দেশের খবর

চাঁদপুর রেড ক্রিসেন্টের উদ্যোগে রেড ক্রস রেড ক্রিসেন্টের বেসিক ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মশালা চাঁদপুর রোটারি ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে শুরু হয়েছে। তিনদিনব্যাপী এ কর্মশালা সোমবার (৬ জানুয়ারি) উদ্বোধন করা হয় এবং এটি বুধবার (৮ জানুয়ারি) পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন আমন্ত্রিত অতিথিরা এবং কর্মশালায় অংশগ্রহণকারীদের একটি অংশ। অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক চিকিৎসার গুরুত্ব, জীবন রক্ষায় ফার্স্ট এইডের কার্যকারিতা এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে মৌলিক ধারণা, বিভিন্ন দুর্যোগ বা দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে করণীয় এবং কীভাবে জীবন রক্ষা করা যায় তা শিখবেন। আয়োজক চাঁদপুর রেড ক্রিসেন্ট জানায়, প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা তাদের পরিবারের পাশাপাশি সমাজের অন্যান্য মানুষের জন্যও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

উল্লেখ্য, কর্মশালা শেষ হলে প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র প্রদান করা হবে।

বায়ান্ন/পিএইচ/এএস