কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কুমিল্লা জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
এ সময় আরো বক্তব্য রাখেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহফুজুর রহমান, জাইকা প্রতিনিধি জাহিদুল ইসলাম, সাংবাদিক মোশাররফ হোসেন মনির, মনির হোসেন খাঁন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তফাজ্জল হোসেন, কবির হোসেন, শরীফুল ইসলাম, শিউলি আক্তার, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নাঈম সরকার, সৈয়দ গোলাম মহিউদ্দিন, ব্রিক ব্যবসায়ী জালাল উদ্দিন, হাজী ইদ্রিস, সবুর ভইয়া প্রমুখ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ