জয়পুরহাটের ক্ষেতলালে শত্রুতা করে আব্দুল করিম নামে এক তরুণ কৃষি উদ্যোগতার ৫০ শতক জমির আলু গাছ (এস্টেরিক) কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই তরুন উদ্যোগতা।
শনিবার (০৪ জানুয়ারী) দিবাগত রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাশথুপী এলাকার মাঠে এ ঘটনা ঘটে। আব্দুল করিম উপজেলার বাশথুপী গ্রামের মোঃ রমজান আলীর ছেলে।
এদিকে মানুষের প্রতি শত্রুতা করে ফসলের এমন ক্ষতি করা চরম বর্বরতা বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
ক্ষতিগ্রস্থ আব্দুল করিম বলেন, গত দুই মাস যাবৎ আলুর জমিতে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করেছি। আর মাত্র ২০ দিন পরেই ফসল তুলতে পারতাম। কিন্তু রোববার (০৫ জানুয়ারী) সকালে ক্ষেতে গিয়ে দেখি আলুর গাছগুলো কেটে দিয়েছে কেউ। পুরো আলুর ক্ষেত একদম নষ্ট করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় কৃষক মতিয়র রহমান জানান, যারা এ ধরনের নিষ্ঠুর কাজ করে তারা মানুষ না। শত্রুতার জের ধরে মানুষ হয়ে ফসলের এমন ক্ষতি করা চরম বর্বরতা। এ ধরনের অপরাধের বিচার না হলে আরও এমন ঘটনা ঘটতে পারে।
ক্ষেতলাল উপজেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাইফুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে তরুণ উদ্যোগতার জমি পরিদর্শন করেছি। তার সাথে যা হয়ে তা অমানুষিক। কোন সুস্থ চিন্তাধারার মানুষ এই কাজ করতে পারেনা। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ব্যপারে আমরা কোনো লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, ক্ষেতলাল কালাইয়ে শত্রুতার কারণে ফসল নষ্ট করার এমন ঘটনা প্রায়ই ঘটে। অভিযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ