ঢাকা, মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

মাধবপুরে ডাকাতির প্রস্ততিকালে আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ৫ জানুয়ারী ২০২৫ ১২:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে মাধবপুর থানার এসআই মো: মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেন।

ধৃত ব্যাক্তিরা হল, হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মো: এমরান মিয়ার পুত্র মো: পারভেজ মিয়া (২৩), পূর্ব বেঙ্গাডোবা গ্রামের মো: সামছুল হক এর পুত্র মো: রবিউল আওয়াল রুবেল (৩৮) ও মাদারগড় গ্রামের মো: ইউসুফ আলীর পুত্র মো: পারভেজ মিয়া (৩০)।

 মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতি, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজু প্রকৃয়াধীন আছে।