ঢাকা, মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

কসবা সীমান্তে অবৈধভাবে প্রবেশের দায়ে দুই ভারতীয় চোরাকারবারি আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : রবিবার ৫ জানুয়ারী ২০২৫ ০২:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় অবৈধ ভাবে প্রবেশের দায়ে ভারতীয় দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের সালদা নদী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদেরকে কসবা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। 

আটক ভারতীয় নাগরিকরা হলো, ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ (২৬) ও একই এলাকার সোহাগ হাসান (২৫)। শনিবার (৪ জানুয়ারি) রাতে তারা বাংলাদেশে প্রবেশ করে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় থানায় সোপর্দ করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ