ঢাকা, রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫ ১০:৫৯:০০ অপরাহ্ন | জাতীয়
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। ফাইল ছবি: সময় টিভি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট সেখানে অবস্থান করেন। 

শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন সেনাপ্রধান। এসময় সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ফিরোজায় ছিলেন।’

শায়রুল জানান, সেনাপ্রধান সস্ত্রীক ফিরোজায় পৌঁছালে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর (অব.) তাদের স্বাগত জানান। ফজলে এলাহি আকবরের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবির বলেন, ‘সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেজন্য তিনি দোয়া করেছেন।’

বায়ান্ন/এসবি