পিরোজপুরের নাজিরপুরে ৩ কার্টুন অবৈধ বিদেশী সিগারেটসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৪ জানুয়ারী) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মো. আবুল কালাম শেখ (৫২) মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের মৃত মোতালেব শেখের পুত্র। তিনি ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পিরোজপুর পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার মা আলেকজান বিবিসহ তাকে বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুম থেকে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করা।
তিনি আরও জানান, এ বিষয়ে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুসহ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।