ঢাকা, মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি বাতিলের দাবি

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : রবিবার ৫ জানুয়ারী ২০২৫ ১০:৪১:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারিত যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিয়ে আন্দোলনে যাদের কোন ভূমিকা ছিল না তাদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরায় জেলা কমিটি গঠন করায় অভিযোগ উঠেছে।

এ কমিটি বাতিলের দাবিতে শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় খুলনা রোডে মোড় শহীদ আসিফ চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যম বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের একাংশ এ অভিযোগ করেন। এসময় নতুন কমিটি থেকে ৯ জন শিক্ষার্থী পদত্যাগ করেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বখতিয়ার হাসান। 

তিনি লিখিত বক্তব্য বলেন, সাতক্ষীরা জেলা বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট হাসিনার বামা- বন্দুকের সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধ করেননি। বর্তমান সাতক্ষীরা জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি দেওয়া হয়েছে সেটি একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র। স্বজন প্রীতির মাধ্যমে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি করা হয়েছে। যারা সামনের সারিতে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের অধিকাংশই বাদ দেওয়া হয়েছে এই কমিটি থেকে। তাই আমরা এই পকেট কমিটিকে প্রতাখ্যাান করছি।

এসময় তিনি আরও বলেন, এই সংবাদ সম্মেলনের মধ্যদিয় নতুন এই কমিটি থেকে পদত্যাগ করেন অন্যতম যুগ্ম-আহবায়ক মোঃ ইখতিয়ার উদ্দিন, সায়েম রহমান সিয়াম, সদস্য এ.এইচ রিফাত, মুশফিকুর রহমান, মেহেদী হাসানসহ ৯জন। পরবর্তীত অন্যরাও পদত্যাগ করবেন বলে জানানা হয়। তিনি এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাতক্ষীরা জেলার এই কমিটি বাতিল করে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছন তাদের সবাইক নিয়ে একটি নিরপেক্ষ কমিটির করার জোর দাবী জানান। 

সংবাদ সম্মেলন বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার প্রধান সমন্বয়ক মোঃ ইমরান হাসান বলেন, সাতক্ষীরায় বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে স্বজনপ্রীতি আর্থিক লেনদেন এবং যোগ্য ব্যক্তিদেরকে অব মূল্যায়ন করা হয়েছে আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। দলছুট, অনুপ্রবশকারী, বহিরাগত ওআন্দোলনে যাদের কোন ভূমিকা ছিল না তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।  কেন্দ্রীয় কমিটির প্রতি সম্মান রেখে আমরা তাদের কে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আপনারা ঢাকায় বসে কমিটি করেছেন আপনাদের উচিত ছিল সাতক্ষীরা যারা নেতৃত্ব দিয়েছিল তারাসহ সবার সাথে কথা বলে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা। আমরা চাইবো নতুন করে সবার সাথে আলোচনা করে সংযোজন বিয়োজন করে এই কমিটির সংস্কার করা হোক ।

বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলন সংগঠক মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরায় যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটিতে ত্যাগী যোগ্য অনেককে রাখা হয়নি বরং বৈষম্যবিরোধী কমিটিতে বৈষম্য করা হয়েছে। সাতক্ষীরায় যারা এই আন্দোলনের সূত্রপাত করেছিল তাদেরকে বাদ রেখে এই কমিটি দেয়া হয়েছে । 

তাই এই কমিটি বাতিল করে সাতক্ষীরার আন্দোলনের সকল স্টকহাল্ডারদর সাথ কথা বলে পুনরায় যাচাই-বাছাই করে নতুন কর কমিটি ঘোষণা করুন।

এসময় আরও বক্তব্য রাখন, বৈষম্যবিরোধী ছাত্র আদালনর সমন্বয়ক এএইচ রিফাত, সায়ম রহমান সিয়াম, মাসকুরা পারভীন মস প্রমুখ। 

এসময় সখান আরা উপস্থিত ছিলন, ইখতিয়ার উদ্দিন, মাল্লা মাহাম্মদ সাহাজুদ্দিন, মাঃ তানজিদুর রহমান, সাকিব হাসান, রাকিব হাসান, মামিনুর রহমান, তুহিন হাসন রিয়াদ, মিজান রহমান, আনারুল ইসলাম সান, সামিউজ্জামান শ্রাবণ, মাস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, মহদী হাসান, তারিক ইসলামসহ অন্যান্যরা। 

 

বায়ান্ন/এসএ