ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

কুলাউড়ায় অবৈধভাবে টিলা কাটার দায়ে একজনের জেল

স্বপন দেব, মৌলভীবাজার | প্রকাশের সময় : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ ০৬:১২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের কুলাউড়ায় কয়েক হাজার ফুট টিলা কাটা, বালু ও মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে আলমগীর মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। টিলার মাটি কাটার নেপথ্যে রয়েছে একটি সাংবাদিক সিন্ডিকেট এই কথা জানিয়েছে আটক আলমগীর। তারা শুধু নির্দেশ মতো গভীর রাতে মাটি কেটে তিনটি ট্রাকে সেই মাটি পরিবহন করে আসছে। 

সোমবার (৬ জানুয়ারি) ভোর রাত ৪টায় কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মলাংগি এলাকায়  আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। আটক ব্যক্তি কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে। এই সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক সিন্ডিকেট অন্যান্য সাংবাদিকদের অনুরোধ করছে বলে একটি সূত্র জানায়।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, জয়চন্ডীর মলাংগি এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ বিপন্ন করে টিলা কাটা এবং এর সন্নিকটে আবাসিক এলাকার ভিতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর ও তার সহযোগীরা। কয়েকদিন অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

এসি (ল্যান্ড) জানান, সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের হোতা আলমগীর মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। সেই সময় বাকী দুটি ট্রাক পালিয়ে যায়। পরে পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বালু ও মাটি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং টিলা কাটা প্রতিরোধ ও পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে থানা পুলিশের একটি দল সহায়তা করেছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ