ঢাকা, মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

বামনায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা | প্রকাশের সময় : রবিবার ৫ জানুয়ারী ২০২৫ ১০:৩৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

বামনায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোসা. নিকহাত আরা।

শনিবার (৪ জানুয়ারী) বিকেল ৪টায় বামনা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ রানা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বামনা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবু নাসের সিদ্দিক গেলাম কিবরিয়া, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লা, সহ-সভাপতি নির্ঝর কান্তি বিশ্বাস ননী, সহ-সভাপতি জহিরুল ইসলাম রুমি, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না প্রমূখ। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়

 

বায়ান্ন/এসএ