জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় সারা দেশের বিভিন্ন থানায় গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ৪ মাসে পুলিশের বিরুদ্ধে মোট দুই হাজার ২০৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় হামলায় সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন থানায় সাবেক ও বর্তমান আইজিপি থেকে শুরু করে কনস্টেবলসহ ৯৫২ জন পুলিশকে আসামি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক তালিকায় এ তথ্য জানা গেছে। সম্প্রতি সারাদেশের বিভিন্ন থানায় পুলিশের বিরুদ্ধে মামলাগুলো একত্রে করে এই তালিকা তৈরি করা হয়েছে।
তালিকা অনুযায়ী, চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের সাবেক ছয় আইজিপির বিরুদ্ধে মামলা রয়েছে। এরমধ্যে শুধু চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৫৫টি মামলা হয়েছে।
এছাড়া দুর্নীতির অভিযোগে বহুল সমালোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। বাকি চার সাবেক আইজিপির মধ্যে এ কে এম শহিদুল হকের বিরুদ্ধে ২৩টি, হাসান মাহমুদ খন্দকারের বিরুদ্ধে সাতটি, জাবেদ পাটোয়ারীর বিরুদ্ধে দুটি এবং এম সানাউল হকের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে।
এই বিষয়ে পুলিশ সদর দপ্তরের (এআইজি মিডিয়া) ইনামুল হক সাগর জানান, প্রতিটি মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা অনুযায়ী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে যদি কেউ ভিন্ন উদ্দেশ্যে মামলা করে থাকে, সে বিষয়টিও তদন্তে উঠে আসবে বলে প্রত্যাশা করে তিনি বলেন, এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বায়ান্ন/এমএমএল/পিএইচ