চাঁদপুরসহ দেশের অন্যান্য স্থানেও গত কয়েকদিনে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে গরম পোশাকের বেচাকেনা জমে উঠেছে। ভ্রাম্যমাণ দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্যুয়েটার, জ্যাকেট, কোর্ট, গেঞ্জি, বেবিস্যুট, মাংকিটুপি, মোজাসহ নানা রঙ ও ডিজাইনের শীতের পোশাক সাজিয়ে বিক্রি করছে দোকানিরা।
চাঁদপুর শহরের সিএনজি স্ট্যান্ড ও হাসান আলী স্কুল মাঠে দেখা যায়, ভ্যানে ও পশরা সাজিয়ে শীতের পোশাক বিক্রি করছে ব্যবসায়ীরা। এদের মধ্যে কিছু দোকানে ৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে শীতের পোশাক পাওয়া যাচ্ছে। বিশেষ করে বাচ্চা এবং মহিলাদের পোশাকের চাহিদা বেশি। বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা তুলনামূলক বেশি হয়ে থাকে।
ফুটপাতে এসব পোশাক কেনার অন্যতম কারণ হল, বড় বড় মার্কেটের তুলনায় এখানে পোশাকের দাম অনেক কম।
এক ক্রেতা বলেন, ফুটপাতে কিছুটা কম দামে পছন্দের পোশাক পাওয়া যায়, তাই আমরা এখান থেকে পোশাক কিনে থাকি।
ব্যবসায়ীরা জানান, এবারের শীতের শুরুতে বেচাকেনা কিছুটা কম ছিলো, তবে শীতের তীব্রতা বাড়ায় এখন বেচাকেনা অনেকটা বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ বেচাকেনা। ফুটপাতে শীতের পোশাক বিক্রি বেশ জমে উঠেছে, যা জেলার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বেশ সুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে