বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শিবির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান মুহিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) শহিদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি মুস্তাফিজুর রহমান দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।
শিবির সূত্রে জানা যায়, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সমাবেশে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহিবুর রহমান মুহিব এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাখা সেক্রেটারি মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মুস্তাফিজুর রহমানকে হিসেবে মনোনয়ন দেন।
নবনির্বাচিত সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের কাছে ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, গতিশীল সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির তার সুন্দরতম চর্চার অংশ হিসেবে প্রতি বছরের শুরুতেই (সেট-আপ) নতুন কমিটি সম্পন্ন করে। দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটি শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে বিগত বছরের মতোই তার কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নবনির্বাচিত শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
বায়ান্ন/প্রতিনিধি/একে