উপজেলার পুটিজানা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ মাষ্টারকে গ্রেফতার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ। সোমবার রাতে তাকে জুয়ার আসর থেকে গ্রেফতার করে।
দীর্ঘদিন যাবত ফ্যাসিষ্ট সরকার পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরফ ছিলেন। রাজপথে না থাকলেও ফেসবুকে একটিভ ছিলেন। আগস্ট এর আগে তিনি বিএনপি জামায়াতের নেতাকর্মীদেরকে ঘরে থাকতে দেয়নি। শরীফ মাষ্টার তিনি জুয়া যাত্রা গানের মাষ্টার ছিলেন।গত সোমবার গভীর রাতে জুয়া খেলা হতে গ্রেফতার ফেইসবুকে ভাষণ দেয়া পুটিজানার নেতা বাট্টা খোর নেতা শরিফ কে থানা পুলিশ গ্রেফতার করেছে।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, এজাহারে আসামি না। সে অজ্ঞাতনামা আসামী তাকে পরবর্তীতে রিমান্ডের জন্য আবেদন করা হবে।আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।