বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারানো সাতক্ষীরার মো: শাহীন হোসেনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি।
রোববার (২৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই সহায়তা তুলে দেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মো: শাহীন হোসেন সদর উপজেলার পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে।
বিজিবি অধিনায়ক বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলো শাহীন হোসেন। তাকে নগদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা উত্তরায় গুলিতে নিহত আসিফ হাসানের পরিবারকে এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন আহত মোঃ আমান উল্লাহ ও জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিজিবি।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ