ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে অস্বচ্ছল মেধাবী ৩৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর | প্রকাশের সময় : বুধবার ১ জানুয়ারী ২০২৫ ০২:১৭:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরে শিক্ষার মান উন্নয়নে বছবের প্রথম দিনে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার অর্থায়নে পৌর এলাকার সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছল মেধাবী ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ব্যাগ, জ্যামিতি বক্স, স্কেল, খাতা ও কলম বিতরণ করা হয়। 

বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে লক্ষ্মীপুর পৌরসভা এই অনুষ্ঠানে আয়োজন করে। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার, লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন প্রমুখ। 

শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। পড়ালেখায় যথেষ্ট আগ্রহ, ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝড়ে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের। যার কারনে মেধাবী হওয়া সত্ত্বেও অকালে ঝড়ে পড়তে হয় মৌলিক অধিকার নামক শিক্ষা থেকে। এ ধরনের কার্যক্রম প্রতি বছরই অব্যাহত থাকবে। সুবিধা বঞ্চিত এসব শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহৎ গুণ। তাই সবাইকে এসব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমার প্রত্যাশা শিক্ষা সামগ্রীপ্রাপ্ত এসব বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা একদিন সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশের অহংকারে পরিণত হবে। দেশের উন্নয়নে তারা অনেক অবদান রাখবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে