বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপনার জন্য ৩০ দিনের লিফলেট বিতরণ কর্মসূচী ঘোষণা করেছে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি।
বুধবার (১ জানুয়ারি) জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবাল এই কর্মসূচি ঘোষণা করেন।
সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন জানান, আগামী ১০ ও ১১জানুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সকল বিভাগীয় ও জেলা শহরে এবং ১২ থেকে ১৭জানুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানায় এবং সকল জেলার ও মহানগরের সকল থানা শহরে জিয়া মঞ্চের উদ্যোগে একযোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।
একইসঙ্গে ২৭জানুয়ারি থেকে ১৮ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সকল মহানগরের সকল থানা এবং সকল ওয়ার্ডসহ সকল জেলার সকল থানা এবং ইউনিয়নে এই কর্মসূচি পালন করবে তারা।