ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীন এর ১২২তম জন্মবার্ষিকী পালিত

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : বুধবার ১ জানুয়ারী ২০২৫ ০২:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুরে পল্লী কবি জসিম উদ্দীন এর ১২২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ফ‌রিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার সকালে সদ‌র উপ‌জেলার অম্বিকাপুর ইউনিয়‌নের গো‌বিন্দপুর গ্রা‌মে অবস্থিত ‌পল্লী কবি জসীমউদ্দীন এর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

ফ‌রিদপু‌রের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়া‌ছিন কবী‌রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল‌্যা এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ‌কবি পুত্র খুরশীদ আনোয়ার, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ‌এম এ সামাদ, বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম লাল, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, সাংবা‌দিক মফিজ ইমাম মিলন প্রমুখ। 

বক্তারা পল্লী কবির জীবন ও কর্ম নিয়ে বলেন, পল্লীকবি তার লেখাতে সাধারণ মানুষের সুখ-দুঃখের কাহিনী তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বিশ্বে বাংলা সাহিত্যকে উচ্চাস‌নে অধিষ্ঠিত করেছেন। 

সাহিত্য ক্ষেত্রে ‌তার অবদান সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে সবাইকে পল্লী কবির  জীবন থেকে শিক্ষা নেবার আহ্বান জানান তারা। 

প‌রে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে পল্লী কবির কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে ফরিদপুরের  বিভিন্ন সরকা‌রি-বেসরকা‌রি ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

বায়ান্ন/প্রতিনিধি/একে