![](https://dainikbayanno.com/storage/untitled-3-102.jpg)
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে লিখিত পরামর্শ উপস্থাপন করেছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ফ্যাসীবাদ বিরোধী দীর্ঘস্থায়ী লড়াইয়ে যুক্ত দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী রাজনৈতিক নেতা-কর্মী এবং ছাত্র-জনতার বিরুদ্ধে পতিত স্বৈরাচারী সরকার যে সব মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলা দিয়ে হয়রানী করেছে তা প্রত্যাহারের প্রক্রিয়া সময় সাপেক্ষ বিধায় ক্ষতি ও হয়নারীর শিকার নিরপরাধ মানুষদের আশ্বস্থ করার জন্য আমরা সরকারকে সকল মিথ্যা ও গায়েবী মামলা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহার করা হবে মর্মে একটা ঘোষণা দেয়ার আহ্বান পুনঃর্ব্যক্ত করছি।
অধঃস্তন আদালতে গায়েবী মামলায় রাতের বেলায় কোর্ট বসিয়ে যেসমস্ত বিচারকরা বিরোধী দলীয় নেতা-কর্মীদের অন্যায়ভাবে ফ্যাসীষ্ট হাসিনা সরকারের নির্দেশনা অনুযায়ী সাজা প্রদান করেছেন তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাদেরকে বিচার ব্যবস্থায় বহাল রেখে স্বাধীন বিচার বিভাগ বাস্তবায়ন করা জনগণের প্রত্যাশার বিরুদ্ধে।
পরিশেষে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ করুন, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ প্রদান করুন, প্রশাসনের সর্বস্তরে পতিত ফ্যাসীবাদের দোসর মুক্ত করুন।
আপনার এবং আপনার সরকারের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
বায়ান্ন/এসবি/এসএ