নির্বাচন কমিশন ভবনে আজ বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কারে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন সম্পাদকরা।
বিতর্কিত পূর্বের তিনটি নির্বাচনের কমিশনের সঙ্গে সংস্কার কমিশনকে বসার পরামর্শ দেন ডেইলি স্টার অনলাইনের সম্পাদক গোলাম মর্তুজা।
তিনি বলছেন, ঐ সব নির্বাচন বিতর্কিত হওয়ার পেছনের কারণ তাদের কাছ থেকে জানা দরকার।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বৈঠক শেষে জানান, পত্রিকার সম্পাদকরা নারীর ক্ষমতায়ন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পূর্বে আয়োজন, প্রবাসীদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ এবং সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের বিষয়ে তাদের পরামর্শ দিয়েছেন।
এছাড়া নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। সম্পাদকরা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
সংস্কার কমিশন এই সংলাপে বেশ কিছুজনকে আমন্ত্রণ জানালেও এতে অংশ নিয়েছেন মাত্র কয়েকজন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক।
সংলাপে অংশ নেওয়াদের মধ্যে রয়েছে- ড. গোলাম রহমান (সম্পাদক, আজকের পত্রিকা), সাইফুল আলম (সম্পাদক, যুগান্তর), হাসান হাফিজ (সম্পাদক, কালেরকণ্ঠ), মোস্তাফিজ শফি (সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ), মাহবুব মোর্শেদ (ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মোস্তফা কামাল (সম্পাদক, খবরের কাগজ), গোলাম মোর্তোজা (সম্পাদক, ডেইলি স্টার বাংলা), সোহরাব হোসেন (যুগ্ম সম্পাদক, প্রথম আলো) এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
বায়ান্ন/এমএমএল/একে