ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

ফরিদপুরে পথসভা থেকে ফেরার পথে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৪ জুন ২০২৩ ০৯:৫৮:০০ অপরাহ্ন | জাতীয়



ফরিদপুরের বোয়ালমারীতে পথসভা থেকে ফেরার পথে ইউনুচ শেখ (৩৫) নামে এক যুবলীগ নেতাকে  কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।সে চতুল ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

এ ঘটনায় শনিবার (৩ জুন) রাতে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন আহতের স্ত্রী রিপা বেগম।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের সুকদেবনগর গ্রামের ইউনুচ শেখের সাথে একই ইউনিয়নের একই গ্রামের বিএনপি নেতা মো. রুহুল মোল্লা, আ. গফফার শেখ, সাইফুল খান, সুমন শেখ, জিহাদ খান গংদের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম্য দলাদলি ও পূর্ব শত্রুতা চলছিল। গত ২ জুন রাত সাড়ে ৯টার দিকে ইউনুচ শেখ রামচন্দ্রপুর গ্রামে অনুষ্ঠিত সাবেক সাংসদ আব্দুর রহমানের পথসভা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে খলিলের বাড়ির সামনে পৌঁছলে ইউনুচ শেখকে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা উল্লিখিত ব্যক্তিরাসহ ২১ জন দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তারা ইউনুচ শেখের পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।


পরে মারাত্মক আহত ইউনুচ শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ইউনুচ শেখ রোববার (৪ জুন) দুপুরে মোবাইলে এই প্রতিনিধিকে বলেন, 'আমি দেলোয়ার মেম্বারের দল করি। আর যারা আমাকে মেরেছে তারা রফিক চেয়ারম্যানের অনুসারী।এনিয়ে অনেক আগে থেকেই আমার সাথে বিএনপি নেতা রুহুল, গফফার গংদের সাথে বিরোধ চলছিল। ওইদিন আব্দুর রহমানের পথসভা শেষে বাড়ি ফেরার পথে ওরা আমাকে পিটিয়ে, কুপিয়ে মারাত্মক জখম করেছে।'

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়টি জানতে চাইলে বোয়ালমারী থানার ডিউটি অফিসার ফোনে বলেন, 'এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এখনো মামলা হয়নি।'