ঢাকা, শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী অনুষ্ঠিত

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫ ০৩:৩১:০০ অপরাহ্ন | দেশের খবর

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‌প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে আটটায় ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে একটি প্রভাতফেরি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে‌ থেকে শুরু করে অম্বিকা ময়দান শহিদ মিনারে  এসে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ‌ মিন্টু বিশ্বাস ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, সহ ফরিদপুরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ