ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

ফেঞ্চুগঞ্জে টিলা ধস: ৬ টি বাড়ির ব্যাপক ক্ষতি

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৫ জুন ২০২২ ০৮:৪২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে টিলা ধসে ৬ টি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী জানান, শনিবার থেকে টানা বৃষ্টিপাত হলে টিলার মাটি নরম হয়ে নিচের বাড়ির উপরে পড়ে। এরকম ইউনিয়নের উত্তর আশিঘর, ঈসাপুর এলাকায় মোট ৬ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কোন হতাহতের ঘটনা না ঘটলেও ৬টি বাড়ির ৮লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

এব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসেছি। টিলা ধস যথেষ্ট শক্তিশালী ছিল। পাকা ঘরে দেয়াল ঠেলে সরিয়ে ফেলেছে।

তিনি বলেন, আল্লাহর রহমতে মানুষের কিছু হয়নি। বাড়ির ঘরের ক্ষয়ক্ষতির ব্যাপারে আমরা সহযোগীতা করব।