ফেনীতে ১৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ হানিফ(৫০)কে গ্রেফতার করেছে ফেনীস্থ র্যাব-৭। বুধবার (২৬ জুন) ফেনীর লালপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা। গ্রেফতারকৃত মোঃ হানিফ ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মৃত হাজী মীর আহাম্মদের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডয়া) মোঃ শরীফ-উল-আলম জানান, র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনীর লালপুল বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামি মোঃ হানিফ (৫০)কে গ্রেফতার করে। পরে তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা।
তিনি আরো জানান, সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে। র্যাব-৭ ফেনী মডেল থানায় বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য হস্তান্তর করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মোঃ হানিফকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।