ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ফ্যাসিবাদহীন নিরাপদ বাংলাদেশ গড়াই তারেক রহমানের লক্ষ্য: নুরুল ইসলাম নয়ন

রিয়াদ হাসান | প্রকাশের সময় : শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ০৮:৩৩:০০ অপরাহ্ন | রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সন্ত্রাসী, দূর্বৃত্ত, অন্যায়-জুলমকারী এবং ফ্যাসিস্টের দোসরদের জায়গা বিএনপি ও তার অঙ্গ- সহযোগী সংগঠনে হবে না। বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, জনগণের কল্যাণে নিবেদিত।

শুক্রবার (২২ নভেম্বর) শেরপুর জেলা আয়োজিত দিক-নির্দেশনামূলক যৌথ কর্মীসভায় এসব কথা বলেন তিনি। ‘আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা এদিন অনুষ্ঠিত হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের ভালবাসাই আমাদের শক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণতান্ত্রিক ও কল্যাণকর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। ফ্যাসিবাদহীন নিরাপদ এবং উন্নত, সমৃদ্ধ ও প্রগতিতে অনন্য দেশ বিনির্মান করাই তাঁর লক্ষ্য।

তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরকে ফ্যাসিস্ট শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হিসেবহীন অনিয়মের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা ২৪'র গণঅভ্যুত্থানের বীরযোদ্ধাদের নির্বাচারে হত্যা করেছে। অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনাসহ গণহত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। বিচার নিশ্চিত করবে বলে আশা করেন তিনি।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। সকলকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে আমাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে। 

যুবদলের এই নেতা বলেন, দীর্ঘ ১৮ বছর আমাদের কঠিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুন ও হামলা-মামলার শিকার হয়েছে। এসকল গুম-খুনের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের মাধ্যমেই কলংকমুক্ত হবে এই জমিন।

এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও শেরপুর  জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বায়ান্ন/আরএইচ/একে