ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বগুড়ায় যমুনা নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ২৪ অক্টোবর ২০২২ ০৫:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর


 বগুড়ায় সারিয়াকান্দির যমুনা নদীতে নিখোঁজের ৪১ ঘন্টা পর ভেসে উঠেছে ৬ বছরের শিশু ঘোতা মিয়ার মরদেহ। ঘোতা সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় গ্রামের মনির উদ্দিনের ছেলে।
গত শনিবার দুপুর ২টার দিকে মানিকদাইড় বাজারের পাশে যমুনা নদীতে মায়ের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল ঘোতা। সোমবার সকাল ৮টার দিকে তার মরদেহ ভেসে ওঠে।
বিষয়টি নিশ্চিত করে চালুয়াবাড়ী ইউপির চেয়ারম্যান বাদশা ভুঁইয়া বলেন, শিশুটি শনিবার দুপুরে যমুনা নদীতে নিখোঁজ হয়েছিল। ঘটনাস্থল হতে ৫০০ মিটার দক্ষিণে সোমবার সকালে তার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।
সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মাসুদ পারভেজ বলেন, ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শিশুটির সন্ধান করে ব্যর্থ হয়ে রবিবার দুপুরে আমরা স্টেশনে ফেরত আসি। সেদিনই সন্ধ্যার পর রাজশাহী থেকে ডুবুরি দলকে ডাকা হয়েছিল। সোমবার সকালে ডুবুরিদল বগুড়ার দিকে রওনা দেয়। তারা নাটোর পৌঁছার পর লাশ ভেসে ওঠার খবর পেয়ে ফিরে গেছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, নদী থেকে ভাসমান লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।