ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনহার মিয়ার শ্রদ্ধা ও শোকরানা দোয়া

বালাগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ ০৯:২৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনহার মিয়া।

 

বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি।

 

এর আগে বালাগঞ্জ বাজারের একটি হলরুমে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।  পরে নির্বাচনে জয়লাভ করায় শোকরানা দোয়া করা হয়।

 

উল্লেখ্য, ২৯ মে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বোয়ালজুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া আনারস প্রতিকে ২১৩৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর ১৯২৯৩ ভোট পেয়েছেন।