ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

বর্জ্য স্থানন্তর কেন্দ্রের উদ্বোধন করলেন মেয়র তাপস

ডেমরা (ঢাকা) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২২ ডিসেম্বর ২০২১ ০৪:৫৬:০০ অপরাহ্ন | জাতীয়
রাজধানীর ডেমরায় বর্জ্য স্থানন্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার দুপুরে ৬৮ নম্বর ওয়ার্ডের হাজীনগর এলাকায় নবনির্মীত ওই এসটিএস উদ্ধোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ৬৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিন, ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাহ উদ্দিন আহম্মেদ, সংরক্ষীত আসনের নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, এসটিএস প্রকল্পের ঠিকাদার জিয়াউল ইসলাম সান্টু, ৬৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাইফ ইকবাল, বিশিষ্টি ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম হাওলাদারসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা।     
 
ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন বলেন, ইতোপূর্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সাথে দাফতরিক বৈঠকে কর্পোরেশনের সব ওয়ার্ডে একটি করে এসটিএস স্থাপনের নির্দেশনা দেন মেয়র তাপস। ওই ধারাবাহিকতায় এই প্রথম ডেমরা থানা এলাকাসহ ডিএসসিসিতে আধুনিক সর্ববৃহৎ এসটিএস উদ্ধোধন করা হয়েছে। আর অবকাঠামোগতভাবে ওয়ার্ডভিত্তিকসহ দেশের সার্বিক উন্নয়নের জন্য কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি মেয়র তাপসের মাধ্যমে ঢাকা দক্ষিণের উন্নয়ন অব্যাহত রাখছেন।
পলিন আরও বলেন, এতে করে ৬৮ নম্বর ওয়ার্ড এলাকার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা এখানে রেখে ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখা সম্ভব। আর ওয়ার্ডবাসীর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গৃহস্থালি ও প্লাস্টিক বর্জ্যসহ সকল প্রকার বর্জ্য শুধু এই এসটিএস এ রাখতে পারবো। ফলে খুব শিগগিরি আমরা ৬৮ নম্বর ওয়ার্ডকে দূষনমুক্ত পরিচ্ছন্ন মডেল ওয়ার্ডে রূপান্তরিত করতে সক্ষম হবো।