ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ সফল করুনঃ মুফতি আজিজুল হক

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ ০৪:৪১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুফতি আজিজুল হক বলেছেন মানুষ আজ শোষণ জুলুম নিপীড়নের মধ্যদিয়ে দিনাতিপাত করছে, সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা  সহ অশান্তি বিরাজ করছে, এ অবস্থা থেকে মুক্তির জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই, তাই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আগামী ১১জানুয়ারী ২০২২ইং মঙ্গলবার সুনামগঞ্জ প্রেসক্লাবে দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের আয়োজন করা হয়েছে।
 
উক্ত সমাবেশ সফল করার জন্য তিনি  দলীয় নেতা কর্মী ও সুনামগঞ্জ বাসীর প্রতি আহবান জানান।
বুধবার বিকাল ০২টায় সংগঠনের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার নির্বাহী সভায় উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
সভায় সদর উপজেলা সভাপতি মাওলানা দিলওয়ার হুসাইনের সভাপতিত্বে, সেক্রেটারী হাফেজ মাওলানা এনামুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী হাফেজ সৈয়দ জয়নুল ইসলাম, সহ সেক্রেটারী ডা. আতাউর রহমান, মাওলানা এমদাদুল হক, সহ বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক প্রমুখ। সভায় ১১ জানুয়ারী প্রতিষ্ঠাবার্ষিকী  সফলের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।